দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস । দেশজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। সেই উপলক্ষে বেশ কয়েকদিন আগের থেকেই প্রধানমন্ত্রী থেকে সাংসদ, বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি বদলে গিয়েছে । নিজের ছবির বদলে সেখানে শুধু তেরঙ্গা । এবার ডিপি বদলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । তবে,বরাবরের মতোই সেখানে রয়েছে তাঁর স্বকীয়তা । দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যে তাঁরও পৃথক পরিকল্পনা রয়েছে, সেটাই বুঝিয়ে দিলেন তিনি ।
তৃণমূল নেত্রীর প্রোফাইল পিকচারে স্বাধীনতার আবহ । বদলে যাওয়া ছবিতে ভারতের পতাকার রঙের সঙ্গে রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামীদের ছবি । তাতে রয়েছে গান্ধীজি,ঋষি অরবিন্দ,রামমোহন রায় থেকে ভগৎ সিংহ, নেতাজি সুভাষের ছবি । শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, তৃণমূল নেতা-কর্মীরাও প্রোফাইল পিকচার বদলাতে শুরু করেছেন । অধিকাংশের প্রোফাইলেই এখন এই ছবি ।
ডিপি বদলানোর পাশাপাশি দেশ সম্পর্কে তাঁর মনের কথা ব্যক্ত করেছেন মমতা । তিনি লেখেন, ‘ভারত… যেখানে ভিন্নতার মাঝেও বৈচিত্র বিরাজ করে, ভারত... যেখানে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ সহাবস্থান। যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষিত হয়। হ্যাঁ, এটাই আমাদের ভারত।’এরপরেই, ‘#মাইআইডিয়াফরইন্ডিয়াঅ্যাট৭৫’ দিয়ে দেশবাসীর কাছে প্রশ্ন রেখেছেন মমতা । তাঁর মতে, ধারণা ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের কাছে ভারত মানে একতা । এরপরেই দেশ সম্পর্কে আমজনতার থেকে মতামত জানতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ডিপি বদলে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ।