স্পেন ও দুবাই সফর শেষ করে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ৭টা ১৫ নাগাদ কলকাতায় নামেন তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলার জন্য অনেক কাজ করতে পেরেছি।
Read More- মঙ্গলে স্পেন সফরে মুখ্যমন্ত্রী, লা-লিগার কর্তাদের সঙ্গে বৈঠক
১২ সেপ্টেম্বর সকালে কলকাতা থেকে স্পেন ও দুবাই সফরের জন্য উড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে গিয়েছিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহমেডান স্পোর্টিংয়ের কর্তারা। এছাড়া একাধিক শিল্পপতি তাঁর সফর সঙ্গী হয়েছিলেন। অন্যদিকে লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Read More- বাণিজ্যে বিনিয়োগ আনতে স্পেন ও দুবাই সফরে মুখ্যমন্ত্রী, অনুমতি দিল বিদেশমন্ত্রক
কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকরা তাঁকে এবিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, " বাংলার জন্য অনেকটা কাজ করতে পেরেছি। বড় বড় চুক্তিও হয়েছে। খুব ভালো মিটিং হয়েছে। FICCI এবং ICC মিটিংগুলি আয়োজন করেছিল। এত সাকসেসফুল প্রোগ্রাম খুব কম দেখেছি। যাঁরা প্রবাসী ভারতীয় বা বাঙালিরা আছেন তাঁরা খুব খুশি।"