ফের উর্ধ্বমুখী রাজ্যের কোভিড সংক্রমণ (Covid Affection)। চলতি সপ্তাহে নামলেও ফের বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে আক্রান্ত হলেন ৪৩৬ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৩ জন। দৈনিক সংক্রমণের হার ৪.০৪ শতাংশ।
রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মোট প্রাণ হারিয়েছেন ২১,৪৩০ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৫৮৭ জন। সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ। বর্তমানে রাজ্যে হোম আইসোলেশনে আছেন ৪২৯৩ জন। কোভিড নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৭৭ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ১০,৮০০ জন।
আরও পড়ুন: ফের নিম্নচাপ, শনিবার পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস
রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ১ লক্ষ ৫৮ হাজার ৫১৭ জন।