"কেউ আইন ভাঙলে, গ্রেফতার হবেন। পুলিশ ও প্রশাসনের পাশে থাকুন।" বৃহস্পতিবার সন্দেশখালিতে বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের।
এদিন সন্দেশখালি এলাকায় টহল দেন তিনি। সকালে পূর্ত দফতরের বাংলো থেকে বেরিয়ে ধামাখালির লঞ্চ ঘাটের উদ্দেশে রওনা দেন। টহল দেন ছোট শেয়ারা এলাকার দিকে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, "আইন ভাঙলে গ্রেফতার হবেন। পুলিশ ও প্রশাসনের পাশে থাকুন। এখানকার মানুষ যাতে ভালভাবে থাকতে পারেন, ওনাদের যা যা অভিযোগ, তা শোনা হচ্ছে। জমি সংক্রান্ত, ও আরও অভিযোগ শুনছে পুলিশ।"