খাদ্য ভবনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কলকাতা পুলিশের এক কনস্টেবলের । জানা গিয়েছে, নিজের বন্দুক থেকেই বুকে গুলি লাগে তাঁর । মৃতের নাম তপন পাল । খাদ্যভবনে রিজার্ভ ফোর্সের ডি কোম্পানিতে ছিলেন তপনবাবু ।
পুলিশ সূত্রের খবর, সোমবার নিউ মার্কেট থানা এলাকার খাদ্যভবনের রিজার্ভ ফোর্সের ব্যারাকের সামনে তপনের বুকে হঠাৎই গুলি লাগে । সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি । তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় বলে খবর ।
পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকে নিজের রিভলভার থেকে নিজেই গুলি চালিয়েছিলেন তপন । তবে, এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ।