রাজ্যে কত সংখ্যক শিক্ষকপদ শূন্য (Vacancy) তার হিসেব চেয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুক্রবার সেই হিসেব পেশ করল রাজ্য সরকার (West Bengal Government)।
রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও লাইব্রেরিতে ১৮ হাজারের কিছু বেশি শূন্যপদ রয়েছে। নবম-দশম শ্রেণিতে ১৩ হাজার ৫১২টি, একাদশ-দ্বাদশ শ্রেণিতে ৫ হাজার ৩২৭টি এবং ২ হাজার ৩২৫টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
SSC Scam:মেধা তালিকায় থাকা সকলকে চাকরি, আশ্বাস দিলেন অভিষেক
এর প্রেক্ষিতে বিচারপতি বলেন, ‘‘এই শূন্যপদগুলিতে নিয়োগ শুরু করা যেতে পারে। সেই প্রক্রিয়ায় কোনও আইনি বাধা নেই। সংবাদমাধ্যম এবং বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি বলছেন, আদালতের হস্তক্ষেপের কারণে কোনও নিয়োগ করা যাচ্ছে না। কেন আদালতকে নিয়োগে বাধা হিসাবে দেখানো হচ্ছে? রাজনীতিকে বিচারব্যবস্থার আঙিনায় টেনে আনবেন না। এই সব মন্তব্য আদালত সব সময় সহ্য না-ও করতে পারে। যথাযথ ব্যবস্থা নেওয়া হতে পারে।’’
উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক মন্ত্রী ইতিপূর্বে দাবি করেছেন, ১৮ হাজার ছেলেমেয়ের চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকার সবকিছু প্রস্তুত করে রেখেছে, কিন্তু আদালতে যে আইনি জটিলতা চলছে তার জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না।