উপাচার্য নিয়োগের জটের মধ্যেই বড় পদক্ষেপ রাজ্যভবনের। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। পাশাপাশি তাঁকে রাজভবনে 'পিস অ্য়ান্ড হারমনি' কমিটির চেয়ারম্যানও করা হয়েছে।
আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি ছিলেন শুভ্রকমল মুখোপাধ্যায়। অবসর নেওয়ার পর শিক্ষাক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। এবার রবীন্দ্রভারতীর অন্তব্রর্তীকালীন উপাচার্য হিসেবে তাঁকে নিয়োগ করল রাজভবন।
আরও পড়ুন: পঞ্চায়েতের লড়াইয়ে আনিস খানের মেজোদাদা, পরিবারকে হুমকি তৃণমূলের, অভিযোগ বাবার
প্রসঙ্গত, রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ে কোনওটিতে স্থায়ী উপাচার্য না থাকায় সাংবাদিক বৈঠক করেন শিক্ষাবিদদের একাংশ। রাজ্যপাল সম্প্রতি ১৩জনকে বিশ্ববিদ্যালয়ের কাজকর্মের ভার দিয়েছে, তাতেই আপত্তি ছিল শিক্ষাবিদদের।