পঞ্চায়েত ভোটে হিংসা বরদাস্ত নয়। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছেন রাজ্যপাল (Governor Of West Bengal)। শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Mazumder) সঙ্গে বৈঠকের পরই বিবৃতি রাজভবনের।
শনিবার রাজ্যপাল বিবৃতি দিয়ে জানান, তাঁর মূল লক্ষ্য ভারতের সংবিধান রক্ষা। আইনের শাসন বলবৎ রাখা ও বাংলার মানুষের যাতে ভাল হয়, সেদিকে নজর রাখা। সামনেই পঞ্চায়েত নির্বাচন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে ব্যবস্থাও নেওয়ার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি বিবৃতিতে জানানো হয়েছে, UGC-এর নিয়ম মেনে রাজ্যপালই বিশ্ববিদ্যালয়গুলির আচার্য থাকছেন।
আরও পড়ুন: রাজনৈতিক বিরোধিতা আছে বলেই নিশানা, বিশ্বভারতী কর্তৃপক্ষকে এবার পাল্টা চিঠি অমর্ত্য সেনের
রাজভবনের বিবৃতি প্রকাশ্যে আসার পরই শুভেন্দু অধিকারী বলেন, "রাজ্যপাল সঠিক রাস্তায় ফিরে আসছেন। সংবিধানের রক্ষাকর্তা হিসেবে কাজ করুণ। বিশ্বাস, তিনি ট্র্যাকে ফিরে আসতে শুরু করেছেন।"
উল্লেখ্য, এদিনই রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের শিক্ষা নিয়োগ দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি, নির্বাচনে হিংসা নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করেন তিনি।