বিধায়ক হিসেবে বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo) শপথগ্রহণ নিয়ে সংঘাত রাজ্য ও রাজ্যপালের। শপথগ্রহণ সংক্রান্ত ফাইল পরিষদীয় দফতরে ফেরৎ পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এই ইস্যুতে বুধবার কটাক্ষ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তাঁর মতে, শপথগ্রহণ নিয়ে সাংবিধানিকভাবে দায়বদ্ধ রাজ্যপাল। এভাবে শর্ত রাখা যায় না।
বুধবার এই পরিষদীয় দফতরের চিঠি ফিরিয়ে দেন রাজ্যপাল। তিনি জানান, বিধানসভার কাছে একাধিক প্রশ্ন পাঠালেও উত্তর মেলেনি। রাজ্যপালের দাবি, তাঁর জবাব না পেলে তিনি চিঠিতে সই করবেন না। রাজ্যপালের এই শর্তেই বিরক্তি প্রকাশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তাঁর প্রশ্নের সঙ্গে বাবুল সুপ্রিয়ের শপথের কোনও সম্পর্ক নেই। নবান্ন সূত্রে খবর, শপথগ্রহণের তারিখ নিয়ে এবার চিঠি পাঠাচ্ছে রাজ্য।
আরও পড়ুন: সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস
সম্প্রতি তৃণমূলের হয়ে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বাবুল সুপ্রিয়। তাই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য। বিধানসভার স্পিকার পরিষদীয় দফতরে চিঠি পাঠান। সেই চিঠি রাজভবনের পাঠানো হয়। সেখানে রাজ্যপালকে অনুরোধ করা হয়, নির্বাচিত জনপ্রতিনিধিকে শপথবাক্য পাঠ করাতে পারেন রাজ্যপাল। না হলে অন্য কাউকে সেই দায়িত্ব অর্পণ করতে পারেন।