বুধবার শুধু ডিএ বৃদ্ধি নয়, আরও একগুচ্ছ খুশির খবর দিল রাজ্য সরকার। করোনায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মানুষকে কিছুটা স্বস্তি দিতে জমি, বাড়ি কেনার স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় দিয়েছিল রাজ্য। বুধবার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, আরও ৬ মাস সেই সুবিধা পাবেন আমজনতা। পাশাপাশি জমি, বাড়ির ‘সার্কল রেট’-এর উপর ১০ শতাংশ ছাড়ের সময়সীমা আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। তৃণমূল সরকারের এই পদক্ষেপে যে জমি, বাড়ি ক্রয়ের ক্ষেত্রে আরও উৎসাহী হবেন ক্রেতারা, তা আর বলার অপেক্ষা রাখে না। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্ট্যাম্প ডিউটি এবং সার্কল রেটে বজায় থাকবে ছাড়।
মূলত করোনার সময়পর্বে কাঁচামালের চড়া দাম এবং গৃহঋণে বিশাল সুদের জন্য ফ্ল্যাট-বাড়ির দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। ফলে আবাসনশিল্পে ভাটা পড়ায় ধাক্কা খায় রাজ্যের আয়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় দেয় রাজ্য। পাশাপাশি ১০ শতাংশ কমানো হয় সার্কল রেটও। চলতি বছরের মার্চেই এই জোড়া ছাড় শেষ হওয়ার কথা ছিল। তার আগেই বুধবার বিধানসভায় স্ট্যাম্প ডিউটিতে আরও ৬ মাস এই ছাড় বজায় রাখার কথা ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী।