আর ত্রৈমাসিক নয়। ফের চালু করা হবে বিদ্যুতের (Monthly electricity bill) মাসিক বিল। বুধবার বিধানসভায় এই কথাই জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। যদিও, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বেশ কয়েকমাস পরেই। অন্তত, মন্ত্রীর কথাতে তেমনই ইঙ্গিত। তিনি জানিয়েছেন, আগামী জানুয়ারি মাস থেকে কলকাতার ১১১, ১১২, ১১৩ ও ১১৪- এই চারটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে মাসিক বিল (Monthly electricity bill) চালু করা হবে। ফলাফল কী হল, তা দেখার পরে নেওয়া হবে সিদ্ধান্ত।
আরও পড়ুন: পুজোর আগে নিয়োগের দাবি. বিকাশ ভবনের সামনে আটক SLST চাকরিপ্রার্থীরা
উল্লেখ্য, ইতিমধ্যেই নিউটাউনে চালু হয়েছে মাসিক বিল। যদিও, এখনও এই বিষয়টি নিয়ে স্পষ্ট ভাগাভাগি রয়েছে। একদলের মতে, মাসিক বিল চালু করা হোক। আরেকদল চাইছে, ত্রৈমাসিক বিলই যেমন চলছে তেমনভাবেই চলুক। এর মধ্যেই আবার যাঁরা সময়মতো বিদ্যুতের বিল মেটাচ্ছেন না তাঁদেরও সচেতন করার দায়িত্ব নিতে স্থানীয় বিধায়কদের কাছে বিদ্যুৎমন্ত্রী (Arup Biswas) আবেদন করেন।
বেআইনি হুকিং আটকাতেও বিদ্যুৎমন্ত্রী দলমত নির্বিশেষে সমস্ত বিধায়কদের সাহায্য চান। তিনি বলেন, হুকিং-এর কারণে শুধু যে সরকারের রাজস্বের ক্ষতি হচ্ছে, তা-ই নয়। তার সঙ্গে অবাঞ্ছিত দুর্ঘটনা ঘটে প্রাণ যাচ্ছে মানুষেরও।