জামাইষষ্ঠী (Jamai Sasthi 2022) সামনেই। কিন্তু, কী খাওয়াবেন নিজের প্রিয় জামাইকে? ইলিশ না চিংড়ি? মুরগি না মাটন (Special menu)? নাকি দুটোই? সমস্যার সমাধানে এবার এগিয়ে এল পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন। অনলাইনে অর্ডার করলে, বাড়িতে পৌঁছে (Home delivery) যাবে খাবার। তাও আবার মাত্র ৫০০ টাকায়!
কীভাবে? জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল মেনু (Jamai Sasthi special menu) চালু করেছে তারা। সরাসরি পৌঁছে দেওয়া হবে বাড়িতে। ইদানিং বাড়িতে রান্না করেন না অনেকে। কোনও রেস্তোরাঁয় টেবিল বুক করে অনুষ্ঠান করেন। কিন্তু তাতে তো বাড়ির আবহ থাকে না। সেদিকটি ভেবেই এমন কাজ। রান্নার ঝামেলা নেই, অর্ডার করলেই সময়মতো বাড়িতে আসবে এলাহি খাবার। তবে, হোম ডেলিভারির (Home delivery) জন্য এই অর্ডার করা যাবে ৩ জুন রাত ১০'টা পর্যন্ত। তারপর অর্ডার নিতে চাইলে আর হোম ডেলিভারি পাওয়া যাবে না। তারপরে অর্ডার করলে সল্টলেকের সেক্টর-১ এ মৃত্তিকার অফিসে গিয়ে আনতে হবে।
আরও পড়ুন: মুক্তি পেল শাহরুখের বহু প্রতীক্ষিত ছবি 'জওয়ান'-এর অ্যানাউন্সমেন্ট টিজার
মেনুতে কী কী রয়েছে জানেন?
একটি প্লেটে থাকবে: গন্ধরাজ রাইস, ইলিশ পাতুরি, ঝাড়গ্রামের বুনো মুরগির মাংস (৪ পিসের প্লেট), আনারসের চাটনি এবং শক্তিগড়ের ল্যাংচা।
অন্য প্লেটে থাকবে: গন্ধরাজ রাইস, গলদা চিংড়ির মালাইকারি, পাঁঠার মাংস, আনারসের চাটনি এবং শক্তিগড়ের ল্যাংচা।
এর জন্য চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরও। ওই তিনটি হোয়াটসঅ্যাপ (Whatsapp) নম্বর হল-
৮২৪০৬২২৩৪৬, ৯৭৩৪৩৯৯৯১৫ এবং ৮১৭০৮৮৭৭৯৪।