সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির পর এবার দুর্ঘটনা কমাতে দুর্ঘটনার তথ্যভাণ্ডার তৈরি কবে রাজ্য সরকার। দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করতে চালু হচ্ছে ইন্টিগ্রেটেড রোড অ্যাক্সিডেন্ট ডেটাবেস (আইআরএডি)। কোথায়, কখন, কীভাবে, কেন দুর্ঘটনা ঘটছে তার যাবতীয় তথ্য জমা হবে সেই ডেটাবেসে। সেই তথ্য খতিয়ে দেখে দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গিয়েছে, পুলিশ, পরিবহণ, পূর্ত এবং স্বাস্থ্য দফতরের তরফে এই ডেটাবেস তৈরি করা হবে। ইতিমধ্যেই পুলিশ এবং মোটর ভেহিকেলস ইনস্পেক্টর বা এমভিআই-দের এ বিষয়ে প্রশিক্ষণও হয়ে গিয়েছে। পুরো প্রক্রিয়াটাই হবে ওয়েব বেসড। ইতিমধ্যে চণ্ডীগড়ে এই ধরনের তথ্যভাণ্ডার তৈরির কাজ শুরু হয়েছে। এবার সেই উদ্যোগ নিল বাংলা। রাজ্য সরকারের দাবি সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির জেরে দুর্ঘটনার হার কিছুটা কমেছে, এবার আরও জোরাল উদ্যোগ নিতে এই তথ্যভাণ্ডার তৈরি করা হচ্ছে বলেই জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট আধিকারিকরা।
আরও পড়ুন- WB Higer Seconary:আগামী শিক্ষাবর্ষে পূর্ণাঙ্গ সিলেবাসেই উচ্চ মাধ্যমিক, বিজ্ঞপ্তি জারি সংসদের
পরিবহণ দফতর সূত্রে খবর, এই তথ্যভাণ্ডারে চার দফতর নিজেদের মতো করে দুর্ঘটনার তদন্ত করে তথ্য দেবে। পরিবহণ দফতর দেখবে, যে গাড়িতে দুর্ঘটনা, তার সিএফ থেকে শুরু করে ব্রেক, স্পিডোমিটার-সহ গাড়ির সব যন্ত্রাংশ ঠিক ছিল কি না! পুলিশ দেখবে, কী কারণে দুর্ঘটনা, কার গাফিলতি ছিল, একই জায়গায় বারংবার দুর্ঘটনা হচ্ছে কিনা ইত্যাদি। পূর্ত দফতরের কাজ দুর্ঘটনাস্থলের রাস্তা ঠিক ছিল কি না তা দেখা। যদি না থাকে তবে সেই রাস্তা দ্রুত সারাইয়ের ব্যবস্থা করা। আর স্বাস্থ্য দফতর ইনপুট দেবে দুর্ঘটনায় জখম বা মৃত ব্যক্তিকে হাসপাতালে কোন সময় নিয়ে আসা হয়েছে, তার অবস্থা কী ছিল, তাকে বাঁচানো সম্ভব হল কি না ইত্যাদি।