গত মঙ্গলবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে কলেজ ফেস্টে তীব্র বিশৃঙ্খলা এবং তারপর প্রখ্যাত বলিউড গায়ক কেকে-র (Singer KK died in Kolkata) মৃত্যু একটি 'দৃষ্টান্তমূলক ঘটনা' হয়ে উঠেছে। এবার টিএমসিপি-কে এবার কড়া বার্তা দিল তৃণমূলের (Trinamul Congress) শীর্ষ নেতৃত্ব। আগামী দিনে কলেজ ফেস্ট (TMCP college fest) ঘিরে উচ্ছ্বাস, খরচে লাগাম টানার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কলেজ ফেস্ট আয়োজনের ক্ষেত্রে দলীয় ‘অনুশাসন’ জারি করা হল। ব্রাত্য বসু (Bratya Basu) জানান, "নজরুল মঞ্চের ঘটনা দুর্ভাগ্যজনক। অনভিপ্রেত। এর পর থেকে যে কোনও কলেজ ফেস্টের সরকারের নজর থাকবে।"
আরও পড়ুন: সন্তোষী মায়ের ব্রতের উদযাপন, শুক্রবার সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
গুরুদাস কলেজের টিএমসিপি ইউনিট এই অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানের আয়োজন ঘিরেই বিতর্ক। অনুষ্ঠানের পর কেকে-র অকাল প্রয়াণ (Singer KK died in Kolkata) সেই বিতর্কে ঘি ঢেলেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, এই মৃত্যুর দায় কার। অভিযোগ, সেদিন গুরুদাস কলেজের পড়ুয়ারা নয়, প্রচুর বহিরাগত পড়ুয়াও ভিড় করছিল। উল্লেখ্য, নজরুল মঞ্চের ভিতরে যত মানুষ ধরে, মঙ্গলবার তার থেকে প্রায় ৩ গুণ বেশি দর্শক ছিল।
নজরুল মঞ্চের ‘উচ্ছৃঙ্খল এবং বেলাগাম’ জনতা, অনেক বেশি লোকের ঢুকে পড়া, এসি কাজ না করা, চড়া আলোয় গরম আরও বেড়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন কারণে গায়ক কেকে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এবং তারই পরিণতিতে তাঁর মৃত্যু হয়েছে বলে বিরোধীরা ইতিমধ্যেই অভিযোগ তুলতে শুরু করেছে।