রাজ্যে ডেঙ্গি-ম্যালেরিয়ার দাপট ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এবার এই নিয়ে আরও সতর্ক রাজ্যের স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, ম্যালেরিয়া ও ডেঙ্গির জন্য সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলি সন্ধেতেও খোলা থাকবে।
রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সপ্তাহে দুদিন মঙ্গল ও শুক্রবার বেলা ২টো থেকে সন্ধে ৭টা পর্যন্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর খোলা থাকবে। নিম্নবর্গের মানুষদের জন্যই এই নির্দেশ স্বাস্থ্য দফতরের। রাজ্যে সরকারি হাসপাতালের আউটডোর সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকে। এই দুদিন বাদে, বাকি দিনগুলি একই সময় আউটডোর খোলা থাকবে।
উত্তর ২৪ পরগনা, কলকাতা-সহ একাধিক জেলায় ডেঙ্গি ও ম্যালেরিয়া মাথাচাড়া দিয়ে উঠেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নেমেছেন ডেপুটি মেয়রও। ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে প্রচার আরও বাড়াতে হবে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন। এলাকাজুড়ে ঝোড়ঝাড় থেকে জমা জল মুক্ত করার নির্দেশ দিয়েছেন।