যত দিন যাচ্ছে ততই ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুধু কলকাতা নয়, জেলাতেও চিত্র অনেকটা একই। ডেঙ্গি নিয়ে ফের নয়া নির্দেশিকা দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। তাদের তরফে জানানো হয়েছে, বেলেঘাটা আইডি হাসপাতালে আসা নমুনা পরীক্ষার জন্য নাইসেডে পাঠাতে হবে।
স্বাস্থ দফতরের তরফে মনে করা হচ্ছে, শুধু শুধু ডেঙ্গি নয়, ম্য়ালেরিয়াতেও আক্রান্ত হচ্ছেন অনেকে। রোগ প্রতিরোধ ক্ষমতা যাঁদের কম তাঁরা একাধিকবার আক্রান্ত হচ্ছেন। সেকারণে বিশেষজ্ঞদের মত, কোন প্রজাতির মশায় কামড়াচ্ছে তা বোঝা জরুরি। সেকারণে বেলেঘাটা আইডি হাসপাতালে আসা নমুনা নাইসেডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মশাবাহিত রোগের দাপট কমাটে কোমর বেঁধে নামছে রাজ্য স্বাস্থ্য প্রশাসন। শুক্রবার সব দফতরের সচিব, জেলাশাসক ও বিডিওদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, ডেঙ্গি মোকাবিলায় সবরকম পদ্ধতি অবলম্বন করার নির্দেশ দিয়েছে নবান্ন।