উচ্চমাধ্যমিকে (Higher Secondary Examination) প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮। দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা। দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। সায়নদীপ জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। তৃতীয় স্থানে এবার উচ্চমাধ্যমিকে ৪ জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। একই নম্বর পেয়ে চতুর্থ স্থানে আছেন ৮ জন। পঞ্চম স্থানে ১১ জন। ষষ্ঠ স্থানে ৩২ জন। সপ্তম স্থানে ৩৭ জন। এবার উচ্চমাধ্যমিকে রেকর্ড। প্রথম দশের মধ্যে নাম আছে মোট ২৭২ জনের।
এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬। তাদের মধ্যে ছাত্র ছিল ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন এবং ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। সংসদ সূত্রে জানা গিয়েছে এবছর উচ্চ মাধ্যমিকে (Higher Secondary 2022) সামগ্রিক পাশের হার (Pass percentage) ৮৮.৪৪ শতাংশ। পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের পাসের হার ৮০ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৬.৫৮ শতাংশ। তবে এবছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। ছাত্রদের তুলনায় ৬৫,৪৬৮ জন বেশি ছাত্রী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল।
Higher Secondary Result 2022:উচ্চ মাধ্যমিকে পাশের হারে মেয়েরা টেক্কা দিল ছেলেদের
পাশের হারের নিরিখে রাজ্যের মধ্যে প্রথম সাতে রয়েছে যথাক্রমে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং ও বাঁকুড়া।
উল্লেখ্য, চলতি বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হয়েছিল ২৭ এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ১০ জুন ফল প্রকাশ করল পর্ষদ। ফল প্রকাশের ১০ দিন পর অর্থাৎ ২০ জুন মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা। এবছরই প্রথম ‘হোম সেন্টার’-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থীরা।