শুরু হল JECA 2023-এর জন্য আবেদন প্রক্রিয়া। পরীক্ষা পরিচালনার দায়িত্বে আগ্রহী প্রার্থীরা wbjeeb.in-এ আবেদন জমা দিতে পারেন। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
WB JECA 2023এর জন্য আবেদন ফি ৫০০ টাকা। SC/CT/OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ৪০০ টাকা।
Punjab Shootout: বিরুদ্ধ গোষ্ঠীর লোক ভেবে পুলিশকে গুলি, পাঞ্জাবে গ্রেফতার গ্যাংস্টারের বাবা
পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠানে এমসিএ (মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন) কোর্সের প্রবেশিকা পরীক্ষাই হল WB JECA।
পরীক্ষার সময়সূচি
৮ জুলাই ২০২৩-এ অফলাইন মোডে পরীক্ষা নেওয়া হবে
ন্যূনতম যোগ্যতা
স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে
সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য প্রয়োজন ৪৫ শতাংশ নম্বর
UG স্তরে অঙ্কে ৬০ শতাংশ ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের অঙ্কে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। UG স্তরে অনার্স বিষয়ে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর ও গণিত বিষয় হিসাবে থাকতে হবে।
আবেদনের পদ্ধতিঃ
১ wbjeeb.in-এর হোমপেজে পরীক্ষা বিভাগে WB JECA ট্যাবে ক্লিক করুন
২) JECA 2023-এর জন্য আবেদনের লিঙ্কে ক্লিক করুন
৩) অনলাইনে রেজিস্ট্রেশন করে পোর্টালে আবার লগইন করুন
৪) এখানে সব প্রয়োজনীয় বিবরণ দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করুন
৫) অনলাইনে পরীক্ষার ফি প্রদান করে সাবমিট করুন
আবেদনের একটি প্রিন্টআউন্ট নিজের কাছে রেখে দেবেন।