প্রকাশিত হল ২০২৩-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। একই স্কুলের দুই সহপাঠীর মেধাতালিকায় স্থান পাওয়ার ঘটনা আগেও ঘটেছে, কিন্তু এবারের ঘটনা নিঃসন্দেহে বেনজির। জয়েন্টের মেধা তালিকার শীর্ষে থাকা দুই কৃতীই একই স্কুলের সহপাঠী।
জয়েন্টে প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আখতার, দ্বিতীয় সোহম দাস। দুজনেই দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক শাখার পড়ুয়া। এর আগে জেইই মেইন-এও দুজনেরই ফল চোখ ধাঁধানো। সোহম ১০০ পার্সেন্টাইল পেয়েছে জেইই মেইন-এ, সাহিল পেয়েছেন ৯৯.৯৯ পার্সেন্টাইল। এবার রাজ্য জয়েন্টের মেধাতালিকাতেও একেবারে পরপর রইলেন তাঁরা।