শুক্রবার প্রকাশিত হতে চলেছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। গত ৩০ এপ্রিল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। ২৬ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। দিন তিনেক আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি টুইট করে এই কথা জানান। ফলাফল জানতে জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in- সাইটে ক্লিক করতে হবে।
শুক্রবার বেলা ২.৩০-এর সময় একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে WBJEE-র ফলাফল। প্রায় ৯৮,০০০ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন এই বার। বোর্ডের ওয়েবসাইটে বিকেল ৪টের সময় থেকে পরীক্ষার্থীরা তাঁদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।