শুরু হচ্ছে ২০২৩ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কাউন্সেলিং (WB JEE 2023 Counselling))। সোমবারই বিজ্ঞপ্তি জারি করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশনস বোর্ড জানিয়েছে, ২০ জুলাই থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। তিনটি পর্যায়ে হবে কাউন্সেলিং। প্রথম পর্যায়ে হবে অ্যালটমেন্ট, এরপর ধাপে ধাপে আপগ্রেডেশন ও মপআপ। জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো প্রক্রিয়া হবে অনলাইনে। জেইই মেইন ও ওয়েস্ট বেঙ্গল জেইই ২০২৩ পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।
এবারই প্রথম মক সিট অ্যালোকেশনের সুযোগ দিচ্ছে বোর্ড। এতে পড়ুয়ারা নিজেদের সুবিধামতো আসন বাছতে পারবেন। পছন্দমতো ‘অ্যালটমেন্ট’ না পেলে ‘আপগ্রেডেশন’-এর সুযোগ থাকছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আছে বোর্ডের ওয়েবসাইট wbjeeb.in অথবা wbjeeb.nic.in-এ।
Joint Entrance: জয়েন্টে প্রথমবার 'মক টেস্ট', চূড়ান্ত চয়েস লকিং করার আগেই জানা যাবে যোগ্যতা
গত ৩০ এপ্রিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা হয়। ফলপ্রকাশ হয়েছিল ২৬ মে। পরীক্ষা দিয়েছিলেন ১.২৪ লক্ষের বেশি পরীক্ষার্থী।