অসুস্থ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে । তবে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর । উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসেও অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূল নেতা । সেইসময়ও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে ।
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে আচমকাই অসুস্থ বোধ করেন ফিরহাদ হাকিম । তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতাল সূত্রে খবর, ডিহাইড্রেশনের জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন মন্ত্রী। চিকিৎসা চলছে । তবে, বর্তমানে তিনি অনেকটাই সুস্থ বলে খবর । চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি ।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও পৌরসভায় গিয়েছিলেন ফিরহাদ । সেখান থেকে নারদ মামলায় হাজিরা দিতে আদালতে যান । পরে এদিন নবান্নেও যান তিনি । নবান্ন থেকেই আবার পৌরসভায় আসেন মন্ত্রী । পরে রাতের দিকে হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন ।
উল্লেখ্য, জানুয়ারি মাসেও হাসপাতালে এক রাত কাটাতে হয়েছিল ফিরহাদকে । সেইসময় মারাত্মক কোমরের যন্ত্রণায় কাতর হয়ে যান মেয়র । তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । একমাস কাটতে না কাটতেই ফের অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী ।