বোমা ফেটে মৃত্যু মুর্শিদাবাদের বেলডাঙায়। বোমা বাঁধার কাজ চলছিল। সেই বোমা ফেটে মৃত্যু একজনের। শনিবার সকালে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙার মজম্মপুরের নতুনপাড়া। সকাল ৯টা নাগাদ, পাটের জমিতে বোমা বাঁধতে গিয়ে আলিম শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
এদিকে শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের রানিনগরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বোমাবাজিরও অভিযোগ উঠেছিল। ইতিমধ্যেই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে রানিনগর থানার পুলিশ। পুলিশ যদিও ধৃতদের নাম ও পরিচয় জানায়নি। শনিবারও সকাল থেকে এলাকা থমথমে। নির্বাচনের দিনঘোষণার পরই উত্তপ্ত হয়ে উঠেছে রানিনগর। আতঙ্কে এলাকাবাসীরা।
আরও পড়ুন: উদ্ধার বিস্ফোরক, সরঞ্জাম, মাড়গ্রামে বাড়িতে বোমা বাঁধার অভিযোগে গ্রেফতার জোট প্রার্থী-সহ ৫
পঞ্চায়েত নির্বাচনের আগে দফায় দফায় উত্তপ্ত হয়েছে বাংলা। মুর্শিদাবাদের একাধিক এলাকা উত্তপ্ত হয়েছে। নির্বাচন ঘিরে অশান্তির আবহে ফের নতুন করে উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের রানিনগর।