শুক্রবারের মধ্যেই রাজ্যে ঢুকছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, ইতিমধ্যেই ২২ কোম্পানি বাহিনী মুভ করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । আজকের মধ্যেই ২২ কোম্পানি বাহিনী এক এক জায়গায় এক এক সময় পৌঁছবে বলেই খবর । উল্লেখ্য, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে প্রথমে রাজি ছিল না কমিশন । কিন্তু, এই নিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে ধাক্কা খায় রাজ্য । তারপরই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোয় রাজি হয় কমিশন ।
প্রথমে প্রতি জেলার জন্য এক কোম্পানি ধরে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন । তবে, আদালত মনে করেছে, এই সংখ্যক বাহিনী ২২ জেলার এত বিপুল আসনে ভোটের জন্য যথেষ্ট নয় । এরপরই কমিশন ২২ থেকে সোজা ৮০০ কোম্পানি বাহিনীর আর্জি জানায় । অর্থাৎ ৮২২ কোম্পানি বাহিনী দিয়ে ভোট করাতে চাইছে কমিশন । তার মধ্যে ২২ কোম্পানি শুক্রবারের মধ্যেই রাজ্যে ঢুকছে । বাকি ৮০০ বাহিনী কবে আসবে তা এখনও জানা যায়নি ।