রাজ্যে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দ্রুত পাঠানো হবে, তা চিঠি দিয়ে আগেই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । এবার কোন ক্যাটেগরির ফোর্স কোন জেলায় যাবে তাও জানিয়ে দিল তাঁরা ।
কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি-র মতো পৃথক ক্যাটেগরি রয়েছে । কোথায়, কোন ক্যাটাগরির ব্যাটেলিয়ন মোতায়েন করা হবে, সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ১১ জেলায় সিআরপিএফ, ৬ জেলায় সিআইএসএফ, ৯ জেলায় থাকবে বিএসএফ । সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হবে বাঁকুড়া, বীরভূমে। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদে পাঠানো হচ্ছে বিএসএফ । পুরুলিয়াতে পাঠানো হচ্ছে সিআরপিএফ । তবে, বাহিনী সংখ্যা বাড়লে কেন্দ্রীয় বাহিনী বন্টনের তালিকাও বদলে যাবে ।
পঞ্চায়েত নির্বাচনের জন্য মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। তার মধ্যে ২২ কোম্পানি বাহিনী ইতিমধ্যেই পাঠিয়েছে কেন্দ্র। বাকি ৩১৫ কোম্পানি অতি দ্রুত পাঠানো হবে বলে চিঠিতে জানানো হয়েছে। তবে ৪৮৫ কোম্পানি বাহিনীর নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি বলে খবর।