গঙ্গাসাগর মেলার সময় কপিল মুনি আশ্রম জমজমাট হয়ে ওঠে । বহু দূর থেকে ভক্তদের সমাগম হয় । আজ সেরকমই বহু মানুষের ভিড় কপিল মুনি আশ্রমের সামনে । সামনেই পঞ্চায়েত ভোট । ভোটকে কেন্দ্র করে এদিন আশ্রমের সামনে প্রচার সারলেন তৃণমূল প্রার্থীরা । কপিলমুনি আশ্রম মুখরিত হয়ে উঠল তৃণমূলের স্লোগানে ।
এদিন মন্দিরের সামনের দোকানগুলিতেও জনসংযোগ সারেন গঙ্গাসাগর পঞ্চায়েতের প্রার্থীরা । হাত জোড় করে তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি জানান তাঁরা । সকলের আশীর্বাদ প্রার্থনা করেন । তাঁদের আশা, তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ এখানে জিতবে না ।
হাতে মাত্র আর ৪ দিন । ভোটের প্রচার