ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ। বিদ্যুৎ বিভ্রাট একাধিক জেলায়। বিদ্যুতের পোস্ট, ট্রান্সফর্মার, ওভারহেড মেন লাইনের তার ছিঁড়ে গিয়েছে অনেক এলাকায়। সোমবার বিকেল ৩টে পর্যন্ত একাধিক রিপোর্ট জমা পড়েছে রাজ্যের বিদ্যুৎ দফতরে। রাজ্যে কোন জেলায় কত ক্ষতি, জানালেন, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।
জানা গিয়েছে, রাজ্যে মোট ৬২টি সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইটেনশন লাইনে গাছ পড়ে এই সাবস্টেশনগুলি বন্ধ হয়েছে। সোমবার দুপুর ৩টে পর্যন্ত ৪৯টি সাবস্টেশন পুনরোদ্ধার করা হয়েছে। ২৩৫০টি বিদ্যুতের পোল ড্যামেজ হয়েছে। ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪০টি। ইন্সুলেটর ক্ষতিগ্রস্ত হয়েছে ৫,৪০০টি।
বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, জল জমার কারণে অনেক এলাকায় কাজ করতে দেরি হচ্ছে। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে ক্ষতিগ্রস্ত এলাকায় নিরলস কাজের জন্য বিদ্যুৎ দফতরের কর্মী ও আধিকারিকদের ধন্যবাদ জানান অরূপ বিশ্বাস।