গরমের ছুটিতে (Summer Vacation) কী কী করবে ছাত্রছাত্রীরা, তা জানিয়ে নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর (School Education Department) । নির্দেশিকায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অন্তর্ভুক্ত করা হবে । ক্লাস অনুযায়ী কাজ দেওয়া হবে । পড়ুয়াদের ভবিষ্যতের কথা, তাঁদের স্বাধীন চিন্তাভাবনার কথা ভেবেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর ।
পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের প্রকৃতি নিয়ে সচেতন করার জন্য কাজ দেওয়া হবে । নির্দেশিকায় বলা হয়েছে, প্রকৃতি পর্যবেক্ষণ করে নিজেদের মতো গবেষণা করে সেই বিষয়ে লিখবে পড়ুয়ারা। পুরো কাজ শেষ করার জন্য ৫ থেকে ৭ দিন সময় পাবে। সপ্তম এবং অষ্টম শ্রেণির পড়ুয়ারা কোনও বিজ্ঞান কেন্দ্র বা পেশাগত প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে পর্যবেক্ষণ করবে। ওই কেন্দ্রে যা শিখবে, তার উপরই কাজ করতে হবে পড়ুয়াদের । মনে রাখতে হবে, প্রশিক্ষণ কেন্দ্রটি স্কুল থেকে ৩ কিলোমিটারের মধ্যে হতে হবে।
আরও পড়ুন, IPL 2023 : ইডেনে কিং খান, টিমকে 'থাম্বস আপ' দেখালেন 'পাঠান'
দশম শ্রেণির পড়ুয়াদের হাসপাতাল, ব্যাঙ্ক, গ্রন্থাগার, কলেজে গিয়ে ৫ থেকে ৭ দিন পর্যবেক্ষণ করতে হবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের একই ভাবে কিছু কেন্দ্রে যেতে হবে । যা তাদের পেশাগত জীবনে কাজে লাগবে । নির্দেশিকা অনুযায়ী কাজ করতে হবে বলে পড়ুয়াদের । কোন পড়ুয়া কোন বিষয় পছন্দ করে, তা মাথায় রেখেই নির্দিষ্ট কাজ দেওয়া হবে। পড়ুয়াদের আত্মবিশ্বাসী করতে, ভবিষ্যত সুরক্ষিত করতে এই উদ্যোগ নিতে হবে ।