সরকারি স্কুলে সমস্ত ‘ফাঁকিবাজি’ রুখতে নয়া নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের। স্কুলের ছুটিছাটা থেকে, শিক্ষকদের দায়িত্ব সমস্তটাই ‘নিয়মে’ বেঁধে ফেলতে চাইছে পর্ষদ। নির্দেশিকায় জানানো হয়েছে , সকাল ১০টা ৪০ মিনিটে শুরু করতে হবে প্রার্থনা। ১০ মিনিট চলবে। এরপর ১০টা ৫০ মিনিট থেকে শুরু হবে ক্লাস। মোট ৮ টি পর্ব থাকবে, বিকেল সাড়ে ৪ টায় শেষ হবে ক্লাস।
Shibthakur Mondal:তাঁকে গলা টিপে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার অনুব্রত,কে এই শিবঠাকুর মণ্ডল?
নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ১০:৪০ মিনিটের আগেই স্কুলে ঢুকতে হবে সমস্ত শিক্ষিক-শিক্ষিকাদের। ১০:৫০ এর পর স্কুলে ঢুকলে করা হবে লেটমার্ক। শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা ১১:৫ এর পর স্কুলে ঢুকলেও তাদের অনুপস্থিত বলেই গণ্য করা হবে।
এছাড়াও বলা হয়েছে, ক্লাস চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারা। এমনকি ছাত্রছাত্ররীদের সঙ্গেও সংযত ব্যবহার করতে বলা হয়েছে। প্রত্যেক শিক্ষককে বিদ্যালয়ের সমস্ত অনুষ্ঠানে যুক্ত থাকতেও বলা হয়েছে।