দীর্ঘ প্রতীক্ষার পর আজ রাজ্যজুড়ে টেট (WB Tet Exam) অনুষ্ঠিত হতে চলেছে । এবার প্রায় ৭ লাখ পরীক্ষার্থী টেট (TET) দিচ্ছে । বেলা ১২ টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা । শিক্ষক নিয়োগ নিয়ে জলঘোলার মাঝে এবারের টেট নিয়ে যথেষ্ট সতর্ক রাজ্য সরকার (West Bengal Government) । কলকাতা থেকে বাঁকুড়া, পুরুলিয়া...জেলায় জেলায় টেটের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । পরীক্ষাকেন্দ্রগুলিতে থাকছে পুলিশি নিরাপত্তা ।
টেট সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন জেলা প্রশাসনের তরফে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । যেমন, বাঁকুড়া । এবার এই জেলায় টেট পরীক্ষার্থী ৩৯,৮০০ জন । এখানে মোট ৮৬ টি পরীক্ষা কেন্দ্রে টেট হচ্ছে । বাইরে পুলিশি ব্যবস্থা করা হয়েছে । পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকছে । একই ছবি পুরুলিয়াতেও । জেলায় মোট পরীক্ষার্থী ২৫ হাজার ৩৪২ জন । মোট পরীক্ষা কেন্দ্র ৮২ টি । একমাত্র বিশ্ববিদ্যালয় ছাড়াও ১৯ টি কলেজ ও ৬২ টি স্কুলে পরীক্ষাকেন্দ্র করা হয়েছে । প্রতিটি কেন্দ্রে তিনটি করে সি সি টিভি ক্যামেরা বসানো হয়েছে । প্রবেশ পথে রয়েছে মেটাল ডিটেক্টর, বায়ো মেট্রিক পদ্ধতিতে উপস্থিতি যাচাই হবে । পর্ষদের গাইডলাইন অনুযায়ী, এখানে পরীক্ষার সব ব্যবস্থা করা হয়েছে । কলকাতা-সহ বাকি জেলাতেও টেটকে কেন্দ্র করে একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
আরও পড়ুন, Tet Exam 2022 : রবিবার রাজ্যজুড়ে টেট, কড়া প্রস্তুতি নবান্নের
উল্লেখ্য, এবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল । যাত্রীসংখ্যা সামলাতে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর(WB Transport Department)। এমনকি, বেশকিছু ক্ষেত্রে বাসচালকদের ছুটিও বাতিল করা হয়েছে । রবিবার অতিরিক্ত মেট্রো চালানো হবে। কলকাতা মেট্রো সূত্রে খবর রবিবার টেট পরীক্ষার জন্য নর্থ-সাউথ করিডরে আটটি অতিরিক্ত মেট্রো রেল চলবে। টেট পরীক্ষার্থীরা যদি কোনও সমস্যায় পড়েন, তার জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে নবান্নের তরফে ।