Tet Exam 2022 : রবিবার রাজ্যজুড়ে টেট, কড়া প্রস্তুতি নবান্নের

Updated : Dec 17, 2022 07:14
|
Editorji News Desk

১১ ডিসেম্বর, রবিবার রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট (Primary Tet Exam 2022) । প্রায় পাঁচ বছর পর টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে । নিয়োগ দুর্নীতিতে যখন জর্জরিত রাজ্য, টেট নিয়ে হাজারও প্রশ্নের সম্মুখীন হচ্ছে পর্ষদ, এমন আবহে পরীক্ষার প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার (West Bengal Government) । পাশাপাশি, বিতর্ক এড়াতে শিক্ষা দফতরের(WB Education Department) তরফেও নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে । টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতিমধ্যেই রবিবার অতিরিক্ত ট্রেন, বাস ও মেট্রো চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে । এছাড়াও পরীক্ষাকে কেন্দ্র করে থাকছে কড়া বিধিনিষেধও  । কড়া পুলিশি নিরাপত্তায় পরীক্ষা হবে ।

কলকাতার (Kolkata) ১৩টি থানা এলাকায় ১৫টি পরীক্ষাকেন্দ্রে টেট পরীক্ষা হবে । পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করানোর জন্য পুলিশি ব্যবস্থা নেওয়া হচ্ছে । প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ইন্সপেক্টর পদপর্যাদার আধিকারিকের অধীনে পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে । পরীক্ষাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করা হবে। 

প্রশ্নপত্র নিয়ে এবার কড়া পর্ষদ । গাইডলাইনে জানিয়ে দেওয়া হয়েছে, প্রশ্নপত্র রাখা থাকবে থানায় । সেন্টার ইনচার্জের হাতে প্রশ্নপত্র ১১ টার আগে কোনওভাবেই পৌঁছবে না । বেলা ১২টা থেকে পরীক্ষা, ১১ টা ৪৫- এর আগে খোলা যাবে না প্রশ্নপত্রের সিল । পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে থাকবে বায়োমেট্রিক মেশিন ও সিসিটিভি । মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের চেক করা হবে । প্রশ্নফাঁস রুখতে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবে পর্ষদ । বৈধ অ্যাডমিট কার্ড (Admit Card) ছাড়া কোনওভাবেই বসতে দেওয়া হবে না পরীক্ষায় ৷ পরীক্ষাকেন্দ্রে কোনওরকম গ্যাজেটস যেমন মোবাইল, ট্যাব, ল্যাপটপ ব্যবহার একেবারে নিষিদ্ধ ।

আরও পড়ুন, West Bengal Weather Update : স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মান্দাস, শনিবার বাড়ল শহরের তাপমাত্রা
 

এবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল । যাত্রীসংখ্যা সামলাতে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর(WB Transport Department)। এমনকি, বেশকিছু ক্ষেত্রে বাসচালকদের ছুটিও বাতিল করা হয়েছে । রবিবার অতিরিক্ত মেট্রো চালানো হবে। কলকাতা মেট্রো সূত্রে খবর রবিবার টেট পরীক্ষার জন্য নর্থ-সাউথ করিডরে আটটি অতিরিক্ত মেট্রো রেল চলবে। টেট পরীক্ষার্থীরা যদি কোনও সমস্যায় পড়েন, তার জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে নবান্নের তরফে । 

২০১৭ সালে শেষবার হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট (TET Exam)। অবশেষে দীর্ঘ দিন পর আগামী রবিবার টেট পরীক্ষা হবে। সেদিন দুপুর ১২ টা থেকে আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা।    

West Bengaltet examTETTET 2022 New Guidelines

Recommended For You

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি