১১ ডিসেম্বর, রবিবার রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট (Primary Tet Exam 2022) । প্রায় পাঁচ বছর পর টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে । নিয়োগ দুর্নীতিতে যখন জর্জরিত রাজ্য, টেট নিয়ে হাজারও প্রশ্নের সম্মুখীন হচ্ছে পর্ষদ, এমন আবহে পরীক্ষার প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার (West Bengal Government) । পাশাপাশি, বিতর্ক এড়াতে শিক্ষা দফতরের(WB Education Department) তরফেও নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে । টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতিমধ্যেই রবিবার অতিরিক্ত ট্রেন, বাস ও মেট্রো চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে । এছাড়াও পরীক্ষাকে কেন্দ্র করে থাকছে কড়া বিধিনিষেধও । কড়া পুলিশি নিরাপত্তায় পরীক্ষা হবে ।
কলকাতার (Kolkata) ১৩টি থানা এলাকায় ১৫টি পরীক্ষাকেন্দ্রে টেট পরীক্ষা হবে । পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করানোর জন্য পুলিশি ব্যবস্থা নেওয়া হচ্ছে । প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ইন্সপেক্টর পদপর্যাদার আধিকারিকের অধীনে পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে । পরীক্ষাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করা হবে।
প্রশ্নপত্র নিয়ে এবার কড়া পর্ষদ । গাইডলাইনে জানিয়ে দেওয়া হয়েছে, প্রশ্নপত্র রাখা থাকবে থানায় । সেন্টার ইনচার্জের হাতে প্রশ্নপত্র ১১ টার আগে কোনওভাবেই পৌঁছবে না । বেলা ১২টা থেকে পরীক্ষা, ১১ টা ৪৫- এর আগে খোলা যাবে না প্রশ্নপত্রের সিল । পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে থাকবে বায়োমেট্রিক মেশিন ও সিসিটিভি । মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের চেক করা হবে । প্রশ্নফাঁস রুখতে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবে পর্ষদ । বৈধ অ্যাডমিট কার্ড (Admit Card) ছাড়া কোনওভাবেই বসতে দেওয়া হবে না পরীক্ষায় ৷ পরীক্ষাকেন্দ্রে কোনওরকম গ্যাজেটস যেমন মোবাইল, ট্যাব, ল্যাপটপ ব্যবহার একেবারে নিষিদ্ধ ।
আরও পড়ুন, West Bengal Weather Update : স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মান্দাস, শনিবার বাড়ল শহরের তাপমাত্রা
এবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল । যাত্রীসংখ্যা সামলাতে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর(WB Transport Department)। এমনকি, বেশকিছু ক্ষেত্রে বাসচালকদের ছুটিও বাতিল করা হয়েছে । রবিবার অতিরিক্ত মেট্রো চালানো হবে। কলকাতা মেট্রো সূত্রে খবর রবিবার টেট পরীক্ষার জন্য নর্থ-সাউথ করিডরে আটটি অতিরিক্ত মেট্রো রেল চলবে। টেট পরীক্ষার্থীরা যদি কোনও সমস্যায় পড়েন, তার জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে নবান্নের তরফে ।
২০১৭ সালে শেষবার হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট (TET Exam)। অবশেষে দীর্ঘ দিন পর আগামী রবিবার টেট পরীক্ষা হবে। সেদিন দুপুর ১২ টা থেকে আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা।