পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে ফিরিয়ে আনতে হবে কর্ম সংস্কৃতি, তাই শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের জন্য কড়া নির্দেশিকা (Nabanna new school regulation) জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।
নির্দেশিকায় স্পষ্ট জানানো হল, স্কুল চলাকালীন কোনও শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের একান্তই বেরোতে হলে প্রধান শিক্ষক বা কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। সময়ে স্কুলে না আসা, আগেভাগে বেরিয়ে যাওয়া, টিফিন খাওয়ার নাম করে অতিরিক্ত সময় নষ্ট করা, অভিভাভকদের তরফে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এহেন একাধিক অভিযোগ থাকে প্রায়শই।
নতুন নির্দেশিকায় বেঁধে দেওয়া হল স্কুলের টিফিন টাইমও। দেড়টা থেকে দু’টো পর্যন্ত যে টিফিন টাইম রয়েছে সেইসময়ও স্কুলের বাইরে যেতে পারবেন না কেউই। গেলে, তাঁকে অনুপস্থিত হিসেবে ধরা হবে।
গত শনিবার, অর্থ দফতরের (finance department) তরফে একটি মেমোরান্ডাম জারি করে সরকারি অফিসে কর্মদক্ষতা এবং শৃঙ্খলা উন্নত করার জন্য, এবং ঝামেলা এড়াতে বেশ কিছু নয়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। এবার সেই নিয়মই স্কুলের জন্যও কার্যকর করা হবে বলে জানাল পর্ষদ।
রাজ্য সরকারের স্কুলগুলিতে এখন গরমের ছুটি চলছে। স্কুল খুললেই নতুন নিয়ম মেনে চলতে হবে শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের।