প্রকাশিত হল ২০২৩-এর মাধ্যমিকের ফলাফল । সকাল ১০ টায় সাংবাদিক সম্মেলন করে ফলপ্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । এবছর পাশ করেছেন ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী । পরীক্ষা দিয়েছিলেন ৬ লাখ ৮২ হাজার ৩২১ । এবছর পাশের হার ৮৬.১৫ শতাংশ । পাশের হারের নিরিখে ফের সেরা পূর্ব মেদিনীপুর । তিনে রয়েছে কলকাতা ।
রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মহিলা পরীক্ষার্থীর সংখ্যা এবছর উল্লেখযোগ্যভাবে বেশি । প্রায় ২২ শতাংশ বেশি । এবারের মার্কশিটে কিউআর কোড থাকছে । এ বছরের মাধ্যমিকে ফেল করেছেন ১ লক্ষের বেশি পরীক্ষার্থী।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ । পরীক্ষার ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ হল । দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল । যে সব ওয়েবসাইট থেকে ফল জানা যাবে সেগুলি হল, www.wbbse.wb.gov.in wbresults.nic.in, www.exametc.com । এছাড়া এসএমএস করে জানা যাবে রেজাল্ট ।