মাধ্যমিকে (Madhyamik 2023) প্রশ্নপত্র ফাঁস রুখতে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ । এবার আর শুধুমাত্র স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে নজরদারি চলবে না । সব পরীক্ষাকেন্দ্রেই CCTV-এর ব্যবস্থা থাকছে । পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রকে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসাতেই হবে । নির্দেশ অনুযায়ী কাজ না হলে পরীক্ষাকেন্দ্র (CCTV in Madhyamik Exam centre) অন্য জায়গায় সরিয়ে দেওয়া হবে ।
তিনটি CCTV কোথায় বসানো, তাও নির্দেশিকায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে । প্রধান শিক্ষকের ঘরে, প্রশ্নপত্র যে ঘরে রাখা থাকবে এবং পরীক্ষার্থীরা যেখান দিয়ে ঢুকবেন...এই তিন জায়গায় সিসিটিভি বসাতেই হবে । সিসিটিভি বসানোর ব্যবস্থা দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে । ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পর্ষদের অবজার্ভাররা বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে যাবেন । নির্দেশ মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখবেন । এরপর পর্ষদের কাছে রিপোর্ট জমা দেবেন ।
আরও পড়ুন, Manik Bhattachariya: নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির মানিকের স্ত্রী-পুত্র
ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে এবছরের মাধ্যমিক শুরু হচ্ছে । বিগত কয়েক বছরে বারবার মাধ্যমিকের প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে । প্রশ্নপত্রের নিরাপত্তার কথা ভেবেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।