মাধ্যমিকের (Madhyamik Exam 2023) অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপার (Graph Paper) দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল। কীভাবে গ্রাফ করবে, তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল। এবার চিঠি দিয়ে তার ব্যাখ্যা দিল পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আলাদা কোনও গ্রাফ পেপার দেওয়া হবে না। খাতাতেই করতে হবে গ্রাফ।
বৃহস্পতিবার এই বিভ্রান্তির জেরে একটি চিঠি প্রকাশ করেছে মধ্য শিক্ষা পর্ষদ। তাতে সই করেছেন ডেপুটি সচিব মৌসুমী বন্দ্যোপাধ্যায়। জানানো হয়েছে, অঙ্ক পরীক্ষায় ১৫-এর ২ নম্বরের উত্তর লেখার জন্য আলাদা করে কোনও গ্রাফ পেপার দেয়নি বোর্ড। গত কয়েকবছর ধরেই দেওয়া হচ্ছে না। উত্তরপত্রেই পরীক্ষার্থীদের গ্রাফ আঁকতে হবে। আলাদা গ্রাফ পেপারে আঁকার প্রয়োজন নেই।
আরও পড়ুন: 'অযথা আতঙ্ক নয়', অ্যাডিনোভাইরাস নিয়ে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, সঠিক উত্তর লিখলেই পুরো নম্বর পাবেন ছাত্রছাত্রীরা। এর জন্য গ্রাফ পেপারের প্রয়োজন নেই। খাতাতে এঁকে প্রশ্নের উত্তর যারা দিয়েছেন, তাঁরাই নম্বর পাবেন।