মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ভাতা পাবে স্কুল। এমনই সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের। প্রত্যেক পরীক্ষার্থী পিছু ১০ টাকা করে দেওয়া হবে। ছাত্রছাত্রীরা যাতে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে, তাই স্কুলগুলিকে এই ভাতা দেওয়া হবে। ২০২৪ সাল থেকেই এই নিয়ম চালু করতে চলেছে পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষার্থীদের মাথাপিছু ১০ টাকা করে মোট পরীক্ষার্থী যা থাকবে, সেটাই স্কুলের প্রাপ্ত অর্থ হবে। স্কুলের তহবিলে সেই টাকা দেবে মধ্যশিক্ষা পর্ষদের। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর স্কুলের কাছে ওই টাকা এসে পৌঁছবে। ছাত্রছাত্রীদের স্কুল যাতে উৎসাহ দেয়, তাই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।
আরও পড়ুন: রাজ্যে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়া, সন্ধে পর্যন্ত খোলা থাকবে সরকারি আউটডোর
বর্তমান বাজারে পড়ুয়া পিছু মাত্র ১০ টাকা দেওয়া হবে। এই নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক সংগঠনগুলি। তবে পড়ুয়া ও স্কুলগুলিকে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পর্ষদ।