বুধবার, প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। চলতি বছরে নির্ধারিত ৯০ দিনের আগেই উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ করা হচ্ছে। দুপুর ১টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ। অনলাইনে ফল দেখা যাবে দুপুর ৩টে থেকে।
কোন ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট?
www.wbchse.wb.gov.in, www.wbresults.nic.in এই দুই ওয়েবসাইটে ফলাফল জানা যাবে।
কী ভাবে জানবেন ফলাফল?
www.wbchse.wb.gov.in বা www.wbresults.nic.in ওয়েবসাইট খুলে West Bengal Higher Secondary Examination Result 2024- এ ক্লিক করবেন। সেখানেই রোল নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য Submit করেই ফলাফল জানা যাবে।
আরও পড়ুন - বুধেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট, মার্কশিট মিলবে কবে?
চলতি বছর উচ্চমাধ্যমিক শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার আড়াই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। রাজ্যে চতুর্থ দফার ভোট রয়েছে আগামী ১৩ মে। এর মধ্যেই প্রকাশ হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না থাকলে রিভিউ এবং স্কুটিনি করার ফল মিলবে মাত্র ৭ দিনেই। কারণ এবার থেকে তৎকাল রিভিউ পরিষেবা চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হতে যাতে কোনও সমস্যা না নয় তা নিশ্চিত করতেই এই পরিষেবা।
সংসদের তরফে জানানো হয়েছে, সাধারণ রিভিউয়ের ক্ষেত্রে ১৫০ টাকা জমা করতে হয়। আর স্কুটিনির ক্ষেত্রে জমা করতে হয় ২০০ টাকা। এক্ষেত্রে ফল পেতে সময় লাগে ৪৫ দিন।
কিন্তু মাত্র সাত দিনে ফল পেতে গেলে খরচ করতে হবে ৪ গুণ বেশি টাকা। ফলে রিভিউ করার ক্ষেত্রে ৭ দিনে ফল পেতে ৬০০ টাকা ফি জমা করতে হবে। আর স্ক্রুটিনির ক্ষেত্রে ৭ দিনে ফল পেতে ৮০০ টাকা ফি জমা দিতে হবে।