আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া নজরদারির পথে হাঁটল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জারি করা হয়েছে নির্দেশিকা। কঠোর ভাবে সেই নির্দেশিকা মানতে হবে সংশ্লিষ্ট সকলকে।
আগামী ১৪ মার্চ শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ২৭ মার্চ পর্যন্ত। তার আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ও সেক্রেটারি ইনচার্জ তাপস মুখোপাধ্যায় যে নির্দেশিকা জারি করেছেন, তাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত মোট ২৬ টি নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে তৃতীয় নির্দেশটি হল প্রশ্নপত্র বণ্টন ও বিতরণ সংক্রান্ত বিষয়ে।
নির্দেশিকায় বলা হয়েছে,
উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সেন্টার ইনচার্জ সংশ্লিষ্ট সংসদকর্মীর কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করবেন। তাঁর সঙ্গে থাকবেন সেন্টার সেক্রেটারি ও দুজন পুলিশ আধিকারিক। এরপর সংগ্রহ করা প্রশ্নপত্রগুলি তিনি ভেন্যু সুপারভাইজার বা তাঁর মনোনীত কোনও শিক্ষক প্রতিনিধির কাছে পৌঁছে দিতে হবে।
পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘণ্টা আগে প্রশ্নপত্র পৌঁছে দিতেই হবে। পরীক্ষা শুরু হওয়ার ঠিক আধ ঘণ্টা আগে ভেন্যু সুপারভাইজাররা প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।
প্রশ্নপত্রের প্যাকেট খোলার নির্দেশ দেবেন৷ এর পর ওই প্রশ্নপত্রগুলি নিরীক্ষকদের উপস্থিতিতে ভাল করে পরীক্ষা করতে হবে। এরপর প্রশ্নপত্রগুলি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পাঠানো খামে ঢুকিয়ে মুখবন্ধ অবস্থায় সংশ্লিষ্ট পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত নিরীক্ষকদের স্বাক্ষর করিয়ে তাঁদের হাতে তুলে দিতে হবে।
এর পরের ধাপে পরীক্ষা কক্ষের দায়িত্বে থাকা শিক্ষকরা প্রশ্নপত্রগুলি নিজেদের কক্ষে নিয়ে যাবেন। সংসদ জানিয়েছে, সকাল দশটার আগে কোনওভাবেই পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা চলবে না।
প্রশ্ন ফাঁসের মতো ঘটনায় বার বার বিব্রত হয়েছে রাজ্য সরকার। তাই এবার আরও কঠোর হচ্ছে সংসদ। প্রশ্ন ফাঁস ঠেকাতে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রগুলিতে তিনটি করে সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এখনও তেমন কিছু জানায়নি।