কলকাতা হাইকোর্টের দেওয়া ওবিসি রায় মানছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাই WBCS সহ অন্যান্য চাকরির নতুন পরীক্ষার প্রক্রিয়া থামানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন। প্রাথমিক ভাবে সেই রায়ে স্থগিতাদেশ পাওয়ার চেষ্টায় রয়েছে রাজ্য। তার পর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।
হাইকোর্টের রায়ে আপাতত নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া বন্ধ থাকছে। তবে পাবলিক সার্ভিস কমিশন হাইকোর্টের ওই রায়দানের আগে থেকেই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছিল, আদালতের রায়ে সেই নিয়োগ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে জানিয়েছে PSC।
তবে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত আপাতত WBCS -মেইন্সের আয়োজন করা হচ্ছে না।