রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মহিলা ও ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা রাজ্য সরকারের। জয়েন্টে রেজিস্ট্রেশনের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, তা ঘোষণা করেছে রাজ্যের শিক্ষা দফতর। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন।
জেনারেল ক্যাটাগরির জন্য রেজিস্ট্রেশন ফি ছিল ৫০০ টাকা। সংরক্ষিত শ্রেণিদের ক্ষেত্রে ছিল ৪০০ টাকা। দুই ক্ষেত্রেই রেজিস্ট্রেশন বাড়েনি। নতুন ক্যাটাগরিতে যুক্ত হয়েছে মহিলা ও ট্রান্সজেন্ডার। তাঁদের জয়েন্টের জন্য রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে।
ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যা সন্তানদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ কিছুটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।