রামপুরহাটের(Rampurhat Genocide) ঘটনার পর রাজ্যজুড়ে শুরু পুলিশের বিশেষ অভিযান। তার জেরেই আসানসোলের(Asansol) সালানপুরে মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। কুলটি, হীরাপুর, ডিসেরগড়ের পর এবার বারাবনি বিধানসভার(Barabani Assembly) সালানপুর এলাকাতেও পুলিশের জালে ধরা পড়ল বেআইনি অস্ত্র কারবারিরা। ওই অস্ত্র কারখানা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান আসানসোল দুর্গাপুর পুলিশের(Durgapur Police) ডিসিপি (পশ্চিম) অভিষেক মোদী। ধৃতদের নাম রাজকুমার চৌধুরী, প্রবীণ কুমার ও মহম্মদ ইকবাল।
বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) নির্দেশ দেন দুর্বৃত্তদের রেয়াত করা হবে না। তাঁর নির্দেশের পরেই নবান্ন থেকে প্রকাশিত হয় বিশেষ নির্দেশিকা। যেখানে পরিষ্কার উল্লেখ করা হয়, আগামী দশদিন রাজ্যজুড়ে বিশেষ অভিযানে নামবে পুলিশ। এমনকি আগামী দশদিনের জন্য বাতিল করা হয় পুলিশকর্মীদের যাবতীয় ছুটি(Police Holiday Cancelled)।
আরও পড়ুন- Rampurhat Violence: আদালতে আনারুল, বগটুইয়ের ঘটনায় আটক নিহত ভাদুর শ্যালক
এই নির্দেশের পরেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক পুলিশি তল্লাশি। শুধু আসানসোল নয়, রাজ্যের একাধিক জায়গাতেই পুলিশি অভিযান(Police Raid) চলেছে বলে সূত্রের দাবি।