তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। বুধবার ৫ জেলায় তীব্র তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে ধরে নেওয়া হয় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলাতেই সোমবারের তুলনায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও পশ্চিম এবং মধ্য ভাগের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহ হতে পারে। তার জন্য সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে কি না, তা এখনও পর্যন্ত জানায়নি আবহাওয়া দফতর।