দুর্গা পুজোয় বৃষ্টি হবে, না রোদ ঝলমলে আকাশ থাকবে, এই নিয়ে পুজোর মাস দুয়েক আগে থেকে ছিল নানা জল্পনা। লক্ষ্মী পুজো পেরোতেই ফের নতুন চিন্তা, কালী পুজোতেও কি বাংলা ভাসবে?
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু-তিন দিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির যে দাপট চলছিল তা বৃহস্পতিবার রাত থেকেই কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলিতে ভারী বৃৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
কালী পুজোয় বাংলার উপকূলে ধেয়ে আসছে সাইক্লোন, এমনই খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। সে প্রসঙ্গে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কালী পুজোর বেশ কিছুটা দেরি, এত আগে থেকে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তবে সময় থাকতে সতর্ক করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বিক্ষিপ্ত বৃষ্টির জেরে আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারা নিম্নমুখী থাকবে বলেই জানা যাচ্ছে।