আজ সরস্বতী পুজো (Saraswati puja)। করোনা আবহে স্কুল খোলার পর আজ প্রথম পুজো। তাই সকাল থেকে চিন্তা ছিল আকাশ কেমন থাকবে। সেই চিন্তা আপাতত খানিকটা কাটছে। কারণ, আলিপুর আবহাওয়া দফতরের (Alipore weather office) দাবি, দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই আকাশ থাকবে মেঘ-মুক্ত। যদিও দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া (Bankura)-বীরভূমের (Birbhum) বেশ কিছু জেলায়। তবে উত্তরবঙ্গের (North bengal) জন্য সরস্বতী পুজোর সকালে খুব কিছু পাওয়ার থাকছে না। শুক্রবারের মতো, আজও বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং ডুয়ার্সে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরেও।
তবে, মেঘ কাটলেও শীত ফিরছে না বলেই অনুমাণ আবহাওয়াবিদদের। তবে, শনিবার প্রায় গোটা দিন নিজের আমেজ রেখে যাবে শীত। স্বাভাবিক ভাবেই কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা তুলনায় কম থাকবে। সরস্বতী পুজোর পরে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন : সরস্বতী পুজো আসলে বাঙালির প্রেমদিবস, বিদ্যেধরীদের হলুদ শাড়ি পড়ার দিন, মিঠে কানাকানির দিন
শুক্রবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিঘার উপকূলবর্তী এলাকায়। ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেখানে। কলকাতা এবং দমদম এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ২৩ মিলিমিটার বলে জানা গিয়েছে।