নির্ধারিত সময়ের চার দিন পরও বর্ষা ঢুকল না কেরালায়। ফলে বাংলাতেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেরিতে প্রবেশের আশঙ্কা আবহাওয়াবিদদের। ৯ জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রাজ্যে। বুধ, বৃহস্পতি, শুক্র- তিন দিন রাজ্যের ১৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
কেরলে সাধারণত বর্ষা ঢুকে পড়ে ১ জুনের মধ্যে। আশঙ্কা করা হচ্ছে, গভীর নিম্নচাপের কারণে মৌসুমী বায়ু কারালাতেই বন্দি হয়ে যেতে পারে। সাধারণত উত্তরবঙ্গে ৭ তারিখ বর্ষা ঢোকার কথা। দক্ষিণবঙ্গে ১০ তারিখ। নিম্নচাপের কারণে গোটা প্রক্রিয়ায় দেরি হতে পারে।