গরমে রীতিমতো নাজেহাল দক্ষিণবঙ্গ। সেভাবে বৃষ্টির দেখা নেই বললেই চলে। তবে শনিবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে বলেই আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। বিগত কয়েকদিন কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা গুলিতে সামান্য বৃষ্টি হলেও সেভাবে গরম কমেনি। সাময়িক স্বস্তিদায়ক হলেও ফের পারদ হয়েছে ঊর্ধ্বমুখী।
উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে ভারী বৃষ্টি হলে গরম কিছুটা হলেও কমতে পারে। এদিকে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে বলে জানা গিয়েছে। এবং এর পূবের অংশ দক্ষিণবঙ্গের দিকে এগোবে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।