পুজোর শপিংয়ে অসুর হয়ে দাঁড়াবে না বৃষ্টি। বুধবার থেকে আগামী চার পাঁচদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকেই আকাশ পরিষ্কার থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি চলবে।
এদিকে দক্ষিণবঙ্গে ঝকঝকে আকাশ থাকলেও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গল ও বুধবারে জলপাইগুড়ি ও কোচবিহারে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদাতেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Read More- অষ্টমীতে নিজেই নিজের ভোগ রাঁধেন মা, চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরের মা চতুর্ভুজা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতার আকাশ থাকবে খুবই পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তাপমাত্রা একই রকম থাকবে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।