ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের ৭টি জেলায় বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং নদিয়া। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সন্ধের দিকে ওই জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেখানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
Read More- বাড়ি,গাড়ি কিছুই নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তবে তিনিও কোটিপতি
এদিকে নতুন করে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের জেরে ২০ থেকে ২৭ মের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের স্থলভাগে আছড়ে পড়তে পারে। ওই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে রিমাল।
কলকাতাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। হাল্কা বৃষ্টির পূর্বাভাস থাকায় সন্ধের দিকে পারদ নুামতে পারে।