পরিস্থিতি বদলাতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারের পর শুক্রবার সকাল থেকেই দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলির একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। এবং দুই দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। শুক্রবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে যার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় .৯ ডিগ্রি বেশি। এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি।