ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে বঙ্গে। টানা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। এই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। এবার দক্ষিণের জেলাগুলির জন্য বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
নির্দিষ্ট সময়ের প্রায় ৬ দিন আগে উত্তরবঙ্গে বর্ষার আগমন হয়েছে। আর সেকারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Read More- বৈষ্ণো দেবী থেকে বৃন্দাবন, NJP থেকে এক ট্রেনেই ৬ তীর্থস্থান ভ্রমণ, কেমন খরচ জানুন
রবিবার সকালে কলকাতার আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়তেই পরিস্থিতি পরিবর্তন হয়েছে। হালকা রোদ দেখা দিয়েছে। তবে বিকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, যেহেতু রাজ্যে বর্ষা ঢুকেছে সেকারণে মাঝে মধ্যেই বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনাও থাকছে।